জাতীয় যুব সংহতির কর্মীসভায় যোগ দিতে সিলেট যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ | ৫:০৬ অপরাহ্ণ

জাতীয় যুব সংহতির কর্মীসভায় যোগ দিতে সিলেট যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
apps

আগামী কাল ১৩ নভেম্বর শনিবার সিলেট জেলা জাতীয় যুব সংহতির কর্মীসভায় যোগদান করতে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংসদ ও আহবায়ক এইচ এম. শাহরিয়ার আসিফ, সিলেট-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মো: নেওয়াজ আলী ভূঁইয়া, বিবিয়া ডেইরী এর্গো এন্ড ফুড্ লি:’র ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম এবং মা কোম্পানীর চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক মো: আলী হোসেন সরকার।

সিলেট জেলা যুব সংহতির আয়োজনে কাল ১৩ নভেম্বর শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংসদ ও আহবায়ক এইচ এম. শাহরিয়ার আসিফ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।কর্মীসভা অনুষ্ঠান সফল করতে শনিবার সকলকে যথাস্থানে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১২

Development by: webnewsdesign.com