নীলফামারীতে

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন

শনিবার, ২৩ জুলাই ২০২২ | ৫:৪৪ অপরাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন
apps

“নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আগামী ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার (২৩ জুলাই/২২) দুপুরে নীলফামারী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আজাহারুল ইসলাম।

সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস বলেন, আগামী ২৩-২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহে বহুমুখী আয়োজন করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে।বিভিন্ন জলাশয় ও হাটবাজারে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হবে। সুবিধাভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে।তিনি আরও বলেন, জেলায় মোট চাহিদা ৪১ হাজার ৭ শত ৭৪ দশমিক ৮ মেট্রিকটন। উৎপাদন হয় ৩৭ হাজার ২ শত ৬৫ মেট্রিকটন। জেলায় মাছের ঘাটতি রয়েছে ৪ হাজার ৫ শত ৯ দশমিক ১৮ মেট্রিকটন।

অতএব জেলায় মাছের চাহিদা রয়েছে কিন্তু উৎপাদন কম তাই উৎপাদন বৃদ্ধিতে আমরা সকলে সর্বাত্নক চেষ্ঠা করবো।সেইসাথে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষী বাড়াতে হবে। আমরা সেই লক্ষেই কাজ করবো।এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত মোছাঃ শারমিন আখতার, সদর খামার ব্যবস্থাপক মোঃ মাহবুবার রহমান, মৎস্য চাষী সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com