জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা ও প্রমান্যচিত্র প্রদর্শন

বুধবার, ২৭ জুলাই ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা ও প্রমান্যচিত্র প্রদর্শন
apps

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

২৭শে জুলাই বুধবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে এবং মৎস্য চাষ সম্প্রসারণ ও সংরক্ষণ এবং আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক( অঃদাঃ)।মৎস্য সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল বাকী।অনুষ্ঠান টি পরিচালনা করেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুজ্জামান। এ সময় প্রজেক্টের মাধ্যমে মৎস্য সম্পদ আহরণ, রক্ষা জাটকা নিধন বন্ধ, মৎস্য চাষ সম্প্রসারণ সহ বিভিন্ন দিক তুলে ধরেন অরুপ কুমার বসাক ও জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাজেদুল করিম, শাহীন আলম, শফিকুল ইসলাম সহ শতাধিক শিক্ষার্থী।

Development by: webnewsdesign.com