জাতীয় পার্টি মহাসচিবের সিলেট সফর নিয়ে মতবিনিময়

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৪:৩৪ অপরাহ্ণ

জাতীয় পার্টি মহাসচিবের সিলেট সফর নিয়ে মতবিনিময়
apps

আগামী ১৬ মার্চ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির সিলেট সফরকে সফল করতে মতবিনিময় সভা হয়েছে। সোমবার সিলেটের দরগা গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় জেলার সব উপজেলা, থানা ও পৌর কমিটির নেতারা অংশ নেন।

জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কুনু মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাব্বির আহমদ, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব এসএ মালেক, কোম্পানীগঞ্জ জাতীয় পার্টির আহ্বায়ক সফর মিয়া, গোয়াইনঘাট জাতীয় পার্টির আহ্বায়ক জামাল আহমদ, যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন ভূইয়া ও আতিকুর রহমান, বিশ্বনাথ জাতীয় পার্টির আহ্বায়ক সুফি আহমদ, ওসমানীনগর জাতীয় পার্টির আহ্বায়ক সুফি মাহমুদ, সদস্য সচিব উসমান আলী সিকদার, বালাগঞ্জ জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, বিয়ানীবাজার জাতীয় পার্টির নেতা আবু বক্কর পাখি, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, কানাইঘাট যুব সংহতির আহ্বায়ক আলমাছ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর শাখার সদস্য সচিব আং রউফ, ফেঞ্চুগঞ্জ যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ আলী কানু, জকিগঞ্জ যুবসংহতির আহ্বায়ক আলী হোসেন, গোয়াইনঘাট জাতীয় পার্টি নেতা সোলেমান আহমদ, জাতীয় পার্টি নেতা আফিজুর রহমান, মফিজ মিয়া, আনোয়ার হোসেন, ইন্তাজ আলী, সুলেমান রাজা প্রমুখ।

মতবিনিময় সভায় মহাসচিবের সিলেট আগমনকে সফল করতে সবপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।নেতারা বলেন, সিলেট জাতীয় পার্টির দুর্গ। এটি প্রমাণ করতে ১৬ মার্চের মতবিনিময় সভাকে জনসমুদ্রে রূপ দিতে হবে।

Development by: webnewsdesign.com