জাতীয় শিক্ষা সপ্তাহ “২০২৩” উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম, নারী শিক্ষা একাডেমির অধ্যক্ষ একে,এম হেলাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গত বছরের সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এনাম উদ্দিন, পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, এবারের জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আসুক আহমদ, সাংবাদিক আব্দুর রব, উপজেলা শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মইনুল ইসলাম, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক আব্দুস সালাম, স্কুল পর্যায়ের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী রওনক জাহান খান, মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী মাহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠ হয়েছেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন দীপক রঞ্জন দাস, দাসের বাজার উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাদ্রাসা (পর্যায়) মো. আব্দুস সালাম, সহকারী শিক্ষক , ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা, শ্রেণী শিক্ষক স্কুল (পর্যায়) মো. মাইনুল ইসলাম সহকারী শিক্ষক ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রওনক জাহান খান।
প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত,দলভিত্তিক সংগীত, নৃত্য, উপস্থিত বক্তৃতা এবং হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।