জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু রবিবার রাত আনুমানিক সময় ৯:২০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ এক শোকবার্তায় বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন- বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু জাতীয় পার্টির নিবেদিত প্রাণ ছিলেন । তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত বিনয়ী সদালাপী সুন্দর স্বভাবের মানুষ ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতীয় পার্টি একজন অভিজ্ঞ রাজনীতিক ও সাংগঠনিক পরিশ্রমী নেতাকে হারালো। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো যা সহসাই পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু’র নিঃস্বার্থ অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
অনুরূপভাবে এক শোক বার্তায় বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। তিনি মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
Development by: webnewsdesign.com