জাতিসংঘ সংস্থা ইউএনএইচসিআর এর মালামাল নিয়ে ভাসানচরে নৌবাহিনীর দুই জাহাজ

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ

জাতিসংঘ সংস্থা ইউএনএইচসিআর এর মালামাল নিয়ে ভাসানচরে নৌবাহিনীর দুই জাহাজ
apps

ইউএনএইচসিআরের ১৩৭.২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ভাসানচর পৌছেছে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’। বুধবার দুপুরে রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরের এসব মালামাল ভাসানচরে পৌছায়। মালামাল বিডিআরসিএস এর তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হয়েছে।

ভাসানচরেরর কর্মকর্তারা জানান, মোট ১১ ধরণের মালামালের মধ্যে আচ্ছে স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।

এর আগে গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমঝোতার পর এবারের মালামাল পৌছানোর মাধ্যমে আনুষ্টানিক কাজ শুরু করলো ইউএনএইচসিআর।

Development by: webnewsdesign.com