জাতির পিতার সপরিবারে হত্যায় মার্কিন দুতাবাস জড়িত : এমপি বাদশা

সোমবার, ১৫ আগস্ট ২০২২ | ৩:১১ অপরাহ্ণ

জাতির পিতার সপরিবারে হত্যায় মার্কিন দুতাবাস জড়িত : এমপি বাদশা
apps

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যায় মার্কিন দুতাবাস জড়িত ছিল এবং সেটি প্রমানিত বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।সোমবার সকালে (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, এই হত্যাকান্ডের এক মাস আগে থেকে রাতে মার্কিন দুতাবাসে প্রস্ততি চলেছে। সেখানে খুনিরা যাতায়াত করতো। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যায় প্রতক্ষ্য ও পরোক্ষভাবে আমেরিকা জড়িত এই সত্য প্রমানিত হয়েছে।সাংসদ সেসময়কার গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, হত্যাকান্ডের পিছনের কুশিলব ও আয়োজনকারীদের সামনে আনতে প্রধানমন্ত্রী ঘোষিত তদন্ত কমিশন দ্রত গঠন ও কার্যকরী করতে হবে। পরে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

Development by: webnewsdesign.com