জবিতে জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি মওকুফ

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ | ৭:০৬ অপরাহ্ণ

জবিতে জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি মওকুফ
apps

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) উপাচার্যের আদেশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় মার্চ, ২০২০ হতে ডিসেম্বর, ২০২০ এর ধারাবাহিকতায় জানুয়ারি, ২০২১ পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সকল প্রকার বিলম্ব ফি মওকুফ করা হলো।

এর আগে, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমান শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে মার্চ থেকে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার মওকুফের মেয়াদ শেষ হবার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জানুয়ারি, ২০২১ পর্যন্ত বাড়ছে বিলম্ব ফি মওকুফের সময়সীমা।

Development by: webnewsdesign.com