জন্মদিনটা হলিডে হওয়া উচিত

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৮ অপরাহ্ণ

জন্মদিনটা হলিডে হওয়া উচিত
apps

ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা। রূপের দ্যুতি ছড়িয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।

আজ উর্বশীর বয়স ২৬ পূর্ণ হলো। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে উর্বশী রাউটেলা লিখেছেন, আজ সূর্য একটু বাড়তি আলো দিচ্ছে, শুধু আমার জন্য। শুভ জন্মদিন পৃথিবীর সবচেয়ে চমৎকার ব্যক্তি, আর সেটি আমি। বাড়তি ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার জন্মদিনটা হলিডে হওয়া উচিত।

উর্বশী ২০১৩ সালে বলিউডে পা রাখেন। ২০১৫ সালে ‘মিস ডিভা’ বিজয়ী হন। একই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

‘বিজলী কি তার’, ‘হাসিনো কা দিওয়ানা’, ‘ড্যাডি মাম্মি’, ‘বিমার দিল’ গানে নেচে বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন উর্বশী। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা পাগলপান্তি। আনীজ বাজমি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেন— অনিল কাপুর, ইলিয়েনা ডিক্রুজ, আরশাদ ওয়ার্সি, পুলকিত সম্রাট, কৃতি খারবান্দা, সৌরভ শুক্লা প্রমুখ।

Development by: webnewsdesign.com