জনপ্রিয় মুখ মেহজাবীনকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ

জনপ্রিয় মুখ মেহজাবীনকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
apps

নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ আরেক অভিনেত্রী শবনম ফারিয়া।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন— ‘মেহজাবীন অভিনীত ‘চিরকাল আজ’ নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারও কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সব পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।’

মেহজাবীনের অভিনয় ফারিয়াকে এতটাই ছুঁয়ে গেছে যে, তিনি প্রকাশ্যেই সেটি বলে ফেললেন। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে পাঁচটি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী।

অন্যদিকে ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ নাটকের জন্য শবনম ফারিয়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। কিন্তু মেহজাবীনের অভিনয় দেখে তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকে বেমানান মনে করছেন শবনম ফারিয়া। আর সেটি তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন।

পুরস্কারের মঞ্চে একে-অন্যের প্রতিদ্বন্দ্বী। এর পরও এক শিল্পীর প্রতি আরেক শিল্পীর এমন উদারতা, ভালোবাসা মুগ্ধ করছে নেটিজেনদের। অনেকেই ফারিয়াকে ধন্যবাদ দিয়েছেন পোস্টটির জন্য।

Development by: webnewsdesign.com