জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | ১০:৪৯ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
apps

৯০ দশকের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’-এর জনপ্রিয় চরিত্র ‘বদি’র অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, “সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।” প্রধানমন্ত্রী প্রয়াত কাদেরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান অভিনেতা আবদুল কাদের।

Development by: webnewsdesign.com