জগন্নাথপুর পৌরসভার নতুন ভারপ্রাপ্ত মেয়র হলেন শফিকুল হক

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৩০ অপরাহ্ণ

জগন্নাথপুর পৌরসভার নতুন ভারপ্রাপ্ত মেয়র হলেন শফিকুল হক
apps

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নতুন ভারপ্রাপ্ত মেয়র হলেন প্যানেল মেয়র শফিকুল হক। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশে তিনি ভারপ্রাপ্ত মেয়র হয়েছেন। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আবদুল মনাফ এর মৃত্যু হওয়ায় পৌরসভার সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অবশেষে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এক লিখিত আদেশে প্যানেল মেয়র শফিকুল হক ভারপ্রাপ্ত মেয়র হন।

এ নিয়ে মঙ্গলবার স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন মহলের সাথে নতুন ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক মতবিনিময় করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী, পৌর সচিব মোবারক হোসেন, নারী কাউন্সিলর মিনা রাণী পাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, সাংবাদিক আলী আছগর ইমন, সাংবাদিক আলী হোসেন খান, সমাজকর্মী আনহার মিয়া, শাহ কবির, পৌর কর্মচারী আইনুল হক, নিশি কান্ত দাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com