সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন মহিষাকোনা গ্রামে আসামির নিজ বাড়ি থেকে তরুণী উদ্ধার ও ধর্ষণের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে শনিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৯ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকায় তরুণী উদ্ধার ও আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে জগন্নাথপুর থানাধীন মহিষাকোনা গ্রামের আসামির নিজ বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করা হয়। এসময় ধর্ষণের অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মোঃ জুবায়ের আহমেদ (৪২), পিতা- মৃত মছলন্দর আলী, সাং- মহিষাকোনা, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।
উদ্ধারকৃত তরুণী ও গ্রেপ্তারকৃত আসামিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Development by: webnewsdesign.com