সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তর চিলাউড়া গ্ৰামের বিশিষ্ট মুরব্বি ও সাধা মনের মানুষ গিয়াসউদ্দিন আর নেই। তিনি চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যু কালে তিনির বয়স হয়েছিল ৭০ বছর। ২ স্ত্রী এক মেয়ে ও আত্বীয়স্বজন বন্ধুবান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
আজ মঙ্গলবার বিকেল ২ ঘটিকায় উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
চিলাউড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিশাল জানাজার নামাজের ইমামতি করেন হাবিবুর রহমান মুন্সী, জানাজার নামাজে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মান্নান, মাওঃ তাজুল ইসলাম আলফাজ, মুফতি আবদুল হাই, সুরুজ্জান মাওঃ সাহাজুল হক, সাবেক ইউ/পি সদস্য আবু তাহের ইউ/পি সদস্য সুজাত মিয়া আলেখ মিয়া,বুরহান উদ্দিন,জলিল মিয়া, ,ছুট মিয়া, আব্দুর রকিব,ফয়াজ উল্লাহ,নজির মিয়া,রাফিক মিয়া,আনর মিয়া,আব্দুল গাফফার আছকা মিয়া, বাহার মিয়া,অদুদ মিয়া,তাজুল মিয়া,আখলুছ মিয়া, প্রমূখ।
Development by: webnewsdesign.com