জগন্নাথপুর কেশবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত শপথগ্রহণ

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ

জগন্নাথপুর কেশবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত শপথগ্রহণ
apps

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সেক্রেটারি ও সহ-সেক্রেটারির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

৬ জানুয়ারি সোমবার জগন্নাথপুর পৌর ভবনে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, পৌর কাউন্সিলর দিপক গোপ, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, হাসপাতাল পয়েন্ট বাজার সহ-সেক্রেটারি আবদুল হান্নান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত কেশবপুর বাজার সেক্রেটারি ছানাফর আলী ও সহ-সেক্রেটারি হোসেন আলী।

এ সময় পৌর সচিব মোবারক হোসেন, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর কাউন্সিলর মামুন আহমদ, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, ইউপি সদস্য জুয়েল মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com