সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তা বন্ধ করে মাটি ভরাটের কাজ করায় জন ভোগান্তি বেড়েছে। জগন্নাথপুর উপজেলার আলমপুর-রৌয়াইল রাস্তায় মাটি ভরাট কাজ চলছে। রাস্তার আলমপুর গ্রাম এলাকায় রাস্তার মধ্য স্থানে এলোমেলো ভাবে মাটি ফেলে রাখায় কোন যানবাহন চলাচল করতে পারছে না।
এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। যদিও রাস্তার এক পাশ খালি রেখে কাজ করলেও কোন সমস্যা হতো না। তবুও র্কর্তৃপক্ষ মানুষকে কষ্ট দিতে রাস্তায় এলোমেলো ভাবে মাটি ফেলেছেন বলে ভূক্তভোগী অনেকে জানান। এতে রাস্তার দুই দিক থেকে আসা গাড়িগুলো আটকে যাওয়ায় মানুষ ভোগান্তির শিকার হন।
এ ব্যাপারে জানতে চাইলে রাস্তায় কাজ করা শ্রমিকরা বলেন, আমাদেরকে যে ভাবে বলা হয়েছে, আমরা সেভাবে কাজ করছি। তবে আর কোন কথার জবাব দেয়নি। যে কারণে জানা যায়নি কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করছেন।
Development by: webnewsdesign.com