জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক মসজিদ

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ৪:৩১ অপরাহ্ণ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক মসজিদ
apps

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যায়ে একটি জামে মসজিদ সম্পূর্ণ নতুন রুপে নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। ইউনিয়নের ইসলামপুর (ব্রাক্ষণগাঁও) গ্রামে ১৮৪৪ সালে প্রতিষ্ঠিত হয় বৃহত্তর প্রাচীনতম এ জামে মসজিদ। এক সময় বুধরাইল, মোরাদাবাদ, অনুচন্দ্, ইসলামপুর (ব্রাক্ষণগাঁও) এলাকার একমাত্র জামে মসজিদ ছিল। এই বৃহত্তর এলাকার একমাত্র মসজিদটি ১৭৬ বছর পূর্বে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয়েছিল।

প্রায় ১৫ যোগ পর মসজিদ টি জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হলে মসজিদ কমিটি নতুন মসজিদ নির্মাণ এর পরিকল্পনা করে, চলিত বছরে মসজিদ কমিটি ও এলাকাবাসী মসজিদ নতুন করে নির্মাণ করতে এলাকার দানশীল ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ আছদ্দর আলীকে জামে মসজিদটি সম্পূর্ণ নতুন ও আধুনিক একটি মসজিদ নির্মাণ করে দিতে প্রস্তাব দিলে তিনি তা সাদরে গ্রহণ করেন। গত ১২ আগষ্ট একটি আধুনিক মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে কাজ শুরু হয়। বর্তমানে নিচ তলার কাজ শেষ করে ২য় তলার কাজ শেষের দিকে রয়েছে।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজা মিয়া জিম্মাদার জানান, প্রাচীনতম এ মসজিদটি পুরান হয়ে যাওয়ায় এলাকাবাসীর প্রস্তাবে আলহাজ্ব মোঃ আছদ্দর আলী সাহেব খাঁএকটি আধুনিক মসজিদ নির্মাণ করায় এলাকাবাসী আনন্দিত।

জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সেক্রেটারি ডাঃ আবু সাঈদ, ক্যাশিয়ার আলহাজ্ব আবুল হোসেন জানান, এলাকাবাসীর দীর্ঘ দীনের স্বপ্ন ইসলামপুর (ব্রাক্ষণগাঁও) জামে মসজিদটি একটি আধুনিক মসজিদ নির্মাণ করার। বর্তমানে আলহাজ্ব আছদ্দর আলী সাহেবের অর্থায়নে স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে। ইতিপূর্বে নিচ তলার কাজ শেষ করে ২য় তলার কাজ সমাপ্তির পথে। আমরা মনে করি একটি আধুনিক জামে মসজিত নির্মাণ কাজ শেষ করতে প্রায় কোটি টাকার উপরে লাগবে। এজন্য আমরা আলহাজ্ব আছদ্দর আলী ও তাহার পরিবারকে ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব আছদ্দর আলীর সম্পর্কে সৈয়দপুন গ্রামের হাফিজ শেখ কবির আহমদ কয়ছর জানান, আলহাজ্ব আছদ্দর আলী একজন প্রচার বিমুখ দানবীর ব্যক্তি। মসজিদ, কবরস্থান, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা ও অসহায়- দরিদ্রদের টিবওয়েল, চিকিৎসা, বিয়ে, ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সহ বিভিন্নভাবে অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা তাহার নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করি।

মসজিদ নির্মাণের ব্যাপারে জানতে চাইলে দাতা আলহাজ্ব আছদ্দদর আলী জানান, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি ও আমার স্ত্রী এবং ছেলে-মেয়ের উৎসাহ উদ্দীপনায় মসজিদটি নির্মাণ করতে কাজ শুরু করেছি মাত্র। আল্লাহপাক যেন মসজিদের কাজ শেষ করার তৌফিক দেন। এবং আল্লাহপাক যেন আমাদের সকলের এ দানকে কবুল করেন।

এলাকার অনেকেই জানান, আলহাজ্ব মোঃ আছদ্দর আলী ইতিপূর্বে ১০ কেয়ার জমি মসজিদের নামে দলিল করে দিয়েছেন। এবং হাওরে থাকা তাহার বাকি জমিগুলোর ফসল আজীবন মসজিদে দান করে দেন।

উল্লেখ্য যে, ইসলামপুর (ব্রাক্ষণগাঁও) গ্রামের বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব মৃত ইসমাঈল আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর আলহাজ্ব আছদ্দর আলী, স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে যুক্তরাজ্যে স্থায়ী বাসিন্দা। আলহাজ্ব আছদ্দর আলী এলাকার উন্নয়নে তিনি বেশিরভাগ সময় যুক্ত রাজ্যে বসবাস করেন। গ্রামের নানা সমস্যায় তিনি সহযোগিতা করতে এগিয়ে আসেন।

Development by: webnewsdesign.com