জগন্নাথপুরে মেয়র প্রার্থীর সমর্থনে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ

জগন্নাথপুরে মেয়র প্রার্থীর সমর্থনে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা
apps

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হাফিজের বড় ভাই হাজি হারুনুজ্জামান হারুণের ধানের শীষের সমর্থনে বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুরে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা বিএনপির সহ- আলহাজ্ব এম এ মুকিতের সভাপতিত্বে বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহীম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান।

বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা হাজি হারুনুজ্জামান হারুন, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সুবান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি, আলিফ মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম হালিম বিএনপি নেতা হাবিব আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা আবুল হাশিম ডালিম, হাজি সোহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউরিয়ন যুবদল নেতা ইউসুফ মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদল নেতা লেবু মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জুবেদ আমীরি, জুনেদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শোয়েব আহমদ।

Development by: webnewsdesign.com