জগন্নাথপুর উপজেলা মহা প্রভু নাম প্রচার সংঘের সাধারন সম্পাদক জগন্নাথপুর সদর বাজারের স্টার ভিডিও এন্ড কম্পিউটার এর মালিক রতিশ রায়ের বাসায় রবিবার চুরি সংঘটিত হয়েছে।
রতিশ রায় জানান, রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় স্ব-পরিবারে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাধু সাধক পুজা মন্ডপে যান। সেখান থেকে সন্ধ্যা ৬টায় বাসায় ফিরে দেখতে পান চোরেরা বাসার পেছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সাড়ে ৩ভড়ি স্বর্নালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও কাপড় ছোপড় সহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
তিনি জানান, দুপুর ১২ থেকে ৬ টার ভেতরে যে কোন সময় চোরেরা বাসায় প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়।
Development by: webnewsdesign.com