জগন্নাথপুরে বৃটিশ বাংলাদেশী কবি সৈয়দ শাহনুর আহমদকে সংবর্ধনা

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৪:১৫ অপরাহ্ণ

জগন্নাথপুরে বৃটিশ বাংলাদেশী কবি সৈয়দ শাহনুর আহমদকে সংবর্ধনা
apps

জগন্নাথপুরে বৃটিশ বাংলাদেশী কবি সৈয়দ শাহনুর আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, বৃটিশ বাংলাদেশী কবি সৈয়দ শাহনুর আহমদের বাংলাদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যােগে রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ২টায় হাসপাতাল পয়েন্টস্থ একটি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম এ কাইয়ুমের সভাপতিত্বে অনন্ত পালের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি আনছার আলী মুন্সী ও স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মোঃ নুরুল আলম। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, বৃটিশ বাংলাদেশী কবি সৈয়দ শানুর আহমদ, প্রধান আলোচকের বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হোরায়রা সাদ মাষ্টার, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, সমাজসেবক সৈয়দ আলী আহমদ দুলা, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, কবি সৈয়দ আজমল হোসেন, কবি শাহ মোঃ আব্দুস সালাম, কবি ডাঃ আশরাফ আলী, কবি বেলাল আহমদ, গীতিকার মোঃ আফরোজ আলী প্রমূখ। এসময় দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক হুমায়ুন কবির, মাওলানা নজরুল ইসলাম, আমিনুর রহমান জিলু, কাওছার আহমদ, দিলওয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com