প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জগন্নাথপুরে আনন্দ মিছিল

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ২:৫২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জগন্নাথপুরে আনন্দ মিছিল
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও সেতু মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সভাপতি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জগন্নাথপুর পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে।

এতে অংশ গ্রহন করেন জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, আবুল ফজল, পিযুষ দেব, রাসেল আহমদ, নুর মোহাম্মদ, ফারভেজ আলম পাশা, আক্তার হোসেন, আফজল আহমেদ, কাদির মিয়া, জাহাঙ্গীর মিয়া, বাহার উদ্দিন সুমন, আলাই মিয়া, আমির খান প্রমূখ। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com