সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন শ্রীবাস দাস সুদাম দাস রেখা রানী দাস সুকেশ দাস শ্রীরুপ দাস সুদিন দাস সুরঞ্জিত দাস মিটন দাস।
আহতদের মধ্যে শ্রীবাস দাস রেখা রানী দাস সুকেশ দাস শ্রীরুপ দাস সুরঞ্জিত দাসকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাউড়া হলদি পুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামে ।জানাযায়, নলুয়া নোয়াগাঁও মৌজার ৩৬৮নং খতিয়ানে ৪০শতক জমির মালিক কৌশ্যলাবালা দাস। তার ওয়ারিশান হিসাবে শ্রীবাস দাস গং জমির মালিক।
আহত শ্রীবাস দাস জানান, কিছু দিন পুর্বে একই গ্রামের রাজীব কান্তি দাস ওয়ারিশান জালিয়াতি করে তার নামে নামজারি করে। নামজারির বিষয়ে নিশ্চিত হয়ে উপজেলা কমিশনার (ভূমি)বরাবরে রেভিউ মামলা করিলে জগন্নাথপুর উপজেলা কমিশনার (ভূমি)মোঃ ইয়াছির আরাফাত তার নামজারি বাতিল করে রেকর্ডিও মালিকের নামে পুনঃ বহাল করেন।
তিনি আরো বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) আমি আমার জমিতে কাজ করতে গেলে ভাড়াটে দখল কারি হিসাবে শ্ংকর দাসের নেতৃত্বে নরেন্দ্র দাস অর্জুন দাস মেঘাই দাস মনটাই দাস লাদেন দাস হরি দাস সঞ্জয় দাস সহ একদল সশস্ত্র বাহিনী আমার ও আমার লোকদের উপর হামলা চালিয়ে আমাদের গুরুতর আহত করে। আমি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছি মামলার প্রস্তুতি চলছে।
Development by: webnewsdesign.com