জগন্নাথপুরে চলছে ঘোষগাঁও কাতিয়া সড়কের কাজ: জনমনে আনন্দ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৫ অপরাহ্ণ

জগন্নাথপুরে চলছে ঘোষগাঁও কাতিয়া সড়কের কাজ: জনমনে আনন্দ
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে এগিয়ে চলছে জগন্নাথপুর-আউশকান্দি সড়কের ঘোষগাঁও থেকে কাতিয়া সড়ক মেরামত কাজ। সড়কের কার্পেটিং কাজ দেখে স্থানীয় জনমনে আনন্দ বিরাজ করছে।

জানাগেছে, গত প্রায় আড়াই বছর ধরে জগন্নাথপুর উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের অধীনে ৫ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর-আউশকান্দি সড়কের ঘোষগাঁও থেকে কাতিয়া পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের মেরামত কাজ চলছে।

 

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, সড়কের ইছগাঁও পয়েন্ট নামক স্থানে মেশিন দিয়ে ১০ ফুট প্রস্থের এক ইঞ্চি উচ্চতায় ডেস কার্পেটিং কাজ চলছে। তবে কাজ যাই হোক তাতে কোন অভিযোগ নেই স্থানীয় জনতার। বরং দীর্ঘদিন ভোগান্তির পর সড়কে কাজ হচ্ছে দেখে জনমনে আনন্দ বিরাজ করছে। এ সময় কাজের দায়িত্বে থাকা দিল মোহাম্মদ দিলু বলেন, সরকারি ম্যাজারমেন্ট অনুযায়ী আমরা কাজ করছি। এতে কোন ত্রুটি হচ্ছে না।

জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, এ সড়কের কাজে আমরা সন্তোষ প্রকাশ করছি। ইতোমধ্যে সড়কের ৬০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজও অচিরেই শেষ হয়ে যাবে।

Development by: webnewsdesign.com