জগন্নাথপুরে ক্ষুদে হাফিযদের মধ্যে হিফযুল কুরআন প্রতিযোগিতা

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১:১৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে ক্ষুদে হাফিযদের মধ্যে হিফযুল কুরআন প্রতিযোগিতা
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে হিফযুল কুরআন একাডেমীর উদ্যোগে ক্ষুদে হাফিজদের মধ্যে সিলেট বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা, ক্বেরাত মাহফিল ও পুরস্কার বিতরণ হয়েছে।

৯ ফেব্রুয়ারি রোববার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিন ব্যাপী প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ক্ষুদে হাফিযরা অংশ গ্রহণ করে ২০ জন বিজয়ী হন। এর মধ্যে ৫ জনকে নগদ টাকা পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম পুরস্কার ১৫ হাজার টাকা পান সুনামগঞ্জের বাসিন্দা জগন্নাথপুর হিফযুল কুরআন একাডেমীর ছাত্র ফাহিম আহমদ। দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা পান মৌলভী বাজারের প্রতিযোগি মুজাম্মিল হক, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা পান সিলেটের প্রতিযোগি তানিন আহমদ, চতুর্থ পুরস্কার ২ হাজার টাকা পান জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ছাত্র রায়হান আহমদ ও পঞ্চম পুরস্কার পান ওসমানী নগরের প্রতিযোগি ফাহিম মিয়া।

 

 

 

 

মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ানের উপস্থাপনায় দিন ব্যাপী অনুষ্ঠানে বিচারক মন্ডলি ছিলেন হাফিয মাওলানা ক্বারী মঞ্জুর বিন মুস্তফা-ঢাকা, ক্বারী কাউসার আহমদ নুরী-ঢাকা, মুফতি সালেহ আহমদ, হাফিয আশরাফ উদ্দিন, হাফিয মিসবাহ উদ্দিন, মুফতি জিয়াউর রহমান, হাফিয ফখরুল ইসলাম, হাফিয আশরাফ আলী, হাফিয ফয়জুর রহমান, হাফিয জাকির আহমদ, হাফিয খলিলুর রহমান ও হাফিয শফিকুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।

এতে সার্বিক সহযোগিতা করেন হাফিয ক্বারী গোলাম কিবরিয়া। জগন্নাথপুর হিফজুল কুরআন একাডেমীর সহকারি পরিচালক হাফিয মাওলানা আমিরুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, হাফিয নাজিউর রহমান নাজমুল, হাফিয মুসলেহ উদ্দিন, হাফিয জুনাইদ আহমদ খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com