জগন্নাথপুরে আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ৭:১৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

৮ ফেব্রুয়ারি শনিবার আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার সভাপতিত্বে ও শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতি উল্লাহ, উপাধ্যক্ষ খলিলুর রহমান ও এনাম আহমদ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিত দাস।

এ সময় ব্যবসায়ী রিংকু ভূইয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আলী জহুর সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শতশত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com