গত ২৯ ডিসেম্বর সন্ধ্যারাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন শীতল জোড়া সাকিনস্থ জনৈক রফিকুলের বসত বাড়ীর দণি পাশের পাঁকা রাস্তার উপর থেকে ৭০৫ পিস ইয়াবা ও ০২ টি মোবাইলসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ ময়নুল হক (২২), পিতা- আব্দুল মানিক, সাং-ফুলহাট, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com