ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | ৩:৫২ অপরাহ্ণ

ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থীর মৃত্যু
ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থীর মৃত্যু
apps

ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের ছাত্র নিশাদ আকরাম (২৪) অবশেষে মৃত্যুর কাছে হার মারলেন। ১৬ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

নিহত নিশাদ আকরাম রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। গত ১৭ সেপ্টেম্বর ভোরে ছিনতাইকারীর হামলায় আহত হন নিশাদ। এরপর থেকেই তিনি রামেকে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় তার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় সেলিম (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে নিশাদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে। ওসি আরও বলেন, গ্রেফতার সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এ হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে আগে থেকেই আটটি মামলা ছিল। তিনি একজন পেশাদার ছিনতাইকারী।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা: আব্দুল খালেক বলেন, ছিনতাইকারীর কবলে পড়ে একজন শিক্ষার্থী মারা যাবেন এটা মেনে নেওয়া যায় না। এটি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Development by: webnewsdesign.com