“ছারছীনা দরবার শরীফের ১৩১ তম তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু”

রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | ৭:০০ অপরাহ্ণ

“ছারছীনা দরবার শরীফের ১৩১ তম তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু”
apps

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩১ তম তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল গতকাল শুরু হয়েছে। গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম, কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও সংক্ষিপ্ত নসীহতের মাধ্যমে শুরু হয়।

আগামী ১ ডিসেম্বর বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে জানান- মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক সকল ধরণের প্র¯‘তি সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থাান থেকে মেহমানবৃন্দ আসা শুরু করেছে এবং অনেকে যাত্রাপথে আছেন। স্থাানীয় প্রশাসনের পক্ষ থেকে ও মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দর করে তোলার জন্য নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

Development by: webnewsdesign.com