ছয়তলা ভবনের উপর থেকে ইট পড়ে পথচারী নারীর মৃত্যু

শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ | ২:৫০ অপরাহ্ণ

ছয়তলা ভবনের উপর থেকে ইট পড়ে পথচারী নারীর মৃত্যু
apps

রাজধানীর যাত্রাবাড়ীর শেখদি মসজিদের পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ছয়তলা ভবনের উপর থেকে ইট পড়ে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর নাম হনুফা বেগম (৩৬)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই নারীর গ্রামের বাড়ি গাইবান্ধায়। তার স্বামী লিটন জানান, ‘আমার স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশের একটি ছয়তলা ভবন থেকে তার মাথায় ইট পড়ে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা এসে উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

Development by: webnewsdesign.com