ছদ্মবেশে পাসপোর্ট অফিসে দুদক দল, আটক ১

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৩৫ অপরাহ্ণ

ছদ্মবেশে পাসপোর্ট অফিসে দুদক দল, আটক ১
apps

ছদ্মবেশে পাসপোর্ট অফিসে আশেপাশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। সেসময় সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধ অর্থ নিচ্ছিল এক দালাল। হাতেনাতে আটক করা হয় তাকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই মাসের কারাদণ্ড দেয়।

সোমবার এমন অভিযানটি হয়েছে দিনাজপুর পাসপোর্ট অফিসে। পাসপোর্ট সরবরাহ ও নবায়নসহ সেবা দেয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ওই অভিযান চালানো হয়।

দুদক জানায়, টিম পাসপোর্ট অফিসের প্রধানকে পাসপোর্ট সেবা প্রদানে এবং দালালদের দৌরাত্ম্য রোধে অধিকতর সচেষ্ট হবার জন্য অনুরোধ করেন।

তিনি দুদকের অভিযান এবং সুপারিশকে আমলে সেবা প্রদান পদ্ধতিতে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন আনার নিশ্চয়তা দেন। উপস্থিত জনসাধারণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।

দুদকের একই দল দিনাজপুর হর্টিকালচার সেন্টারে মাশরুমের বীজ ক্রয়ে বেশি টাকা নেয়ার অভিযোগে আরো একটি অভিযান পরিচালনা করে।

Development by: webnewsdesign.com