নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস ফিরোজ আলম বাবু (৩৬) পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত ছাত্রলীগ নেতা উপজেলার সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের মনু খালাসী (আঠিয়া) বাড়ির মৃত রেজু মিয়ার ছেলে।শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কুমিল্লা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় পিনআপ ভ্যান চালকও গুরুত্বর আহত হয়। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
চৌদ্দগ্রাম মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বাবু টিসিবি পণ্যের ডিলার ছিল। সকাল ৯টার দিকে একটি পিকআপ ভ্যানে করে টিসিবির মাল আনতে সে সেনবাগ থেকে কুমিল্লায় আসে।সকাল ১১টার দিকে পিকআপ ভ্যানে করে মাল নিয়ে কুমিল্লা থেকে নোয়াখালীর সেনবাগ যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।ঘটনাস্থলেই পিকআপে থাকা ছাত্রলীগ নেতা ফিরোজ আলম বাবু মারা যায়। পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মি ও নিহতের স্বজনেরা চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহায়তায় মরদেহ উদ্ধার করে সেনবাগ নিয়ে আসে।নিহত বাবু এক কন্যা সন্তানের জনক ছিল। আজ রাত ১০টায় তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন, নোয়াখালী ২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম, উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, উপজেলা যুবলীগ আহবায়ক আ.স.ম জাকারিয়া আল মামুন,ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান ও সেনবাগ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফখর উদ্দিন সহ প্রমুখ।
Development by: webnewsdesign.com