যশোরের চৌগাছা পৌরসভার নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী নুর উদ্দীন আল মামুন হিমেল ফের মেয়র নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৬ হাজার ৫’শ ৪২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মাষ্টার কামাল আহমেদ জগ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট ও বিএনপির প্রার্থী আব্দুল হালিম চঞ্চল ধানের শিষ প্রতিকে পেয়েছেন ১ হাজার ১’শ ৯ ভোট ও ইসলামী শাসতন্ত্রের হাতপাখার প্রার্থী শিহাব উদ্দীন পেয়েছেন ৭’শ ৪৫৩ ভোট।
রোববার সন্ধ্যায় যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ন আহমেদ এই তথ্য প্রকাশ করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান আনিচ (পানির বোতল), ২ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম (উট পাখি), ৩ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল হোসেন (উট পাখি), ৪ নম্বর ওয়ার্ডে সিদ্দিকুর রহমান (উটপাখি), ৫ নম্বর ওয়ার্ডে জিএম মোস্তফা (পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান (উটপাখি), ৭ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন (পানির বোতল), ৮ নম্বর ওয়ার্ডে শাহিনুর রহমান (পাঞ্জাবি), ৯ নং ওয়ার্ডে আনিছুর রহমান (টেবিল ল্যাম্প) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২ ও ৩ ফাতেমা খাতুন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে জোসনা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে জহুরা খতুন বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন। চৌগাছায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন করা হয়েছে। মোট ১৭ হাজার ২,শ ৪৯ জনের মধ্যে ১১ হাজার ৪’শ ১৩ জন ভোটারিধিকার প্রয়োগ করেন। সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Development by: webnewsdesign.com