চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে গিয়ে প্রাণ গেল শিশুর

রবিবার, ১৮ জুন ২০২৩ | ২:৩৬ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে গিয়ে প্রাণ গেল শিশুর
চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে গিয়ে প্রাণ গেল শিশুর
apps

চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক শিশু (৪) নিহত হয়েছেন। রোববার (১৮ জুন) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু একই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে লামিম হোসেন (৪)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রোববার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি অদূরে টিকা কেন্দ্র থেকে পোলিও টিকা খেয়ে বাড়ি ফিরছিল লামিম। এ সময় দ্রুত গতির বালি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Development by: webnewsdesign.com