হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সরকারি কলেজের ছাত্রী নিবাস নির্মাণকাজে স্থবিরতা দেখা দেয়ায় হতাশ শিক্ষার্থীরা গত মঙ্গলবার (২১-মার্চ) সরেজমিনে পরিদর্শন ও চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ নবী হোসেনের সাথে আলাপচারিতায় এ হতাশার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, ১৮ মাসের মধ্যে ভবনটির নির্মাণ শেষ করার কথা থাকলেও ভিটাতেই থমকে আছে নির্মাণকাজ জানা গেছে, প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে চুনারুঘাট সরকারি কলেজের বহুতল ছাত্রী নিবাস নির্মাণে ২০২১ সালের এপ্রিল মাসে কার্যাদেশ প্রদান করা হয় এবং ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।
এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণকাজ শুরু হয়। বহুতল ভবন নির্মাণকাজের দায়িত্ব পায় আক্তারুজ্জামান সম্রাট জেবি নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিদর্শনে দেখা যায়, পাঁচ তলা বিশিষ্ট ওই ভবনের নির্মাণকাজ ভিটা পর্যায়েই আটকে আছে। নির্মাণকাল অতিবাহিত হলেও এমন অবস্থায় কাজ বন্ধ দেখে হতাশায় পড়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ তারা বলেন, এই ধরণের গুরুত্বপূর্ণ নির্মাণকাজ ভিটা পর্যায়ে আটকে থাকা অবশ্যই হতাশাজনক শিগগির আমরা প্রতিবাদের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানাবো।
এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার উৎপল কুমারের সাথে কথা হলে তিনি কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের প্রতিষ্ঠানের স্যার ভালো বলতে পারবেন কাজ কেন বন্ধ। তবে যতটুকু জানি, শর্তের বাইরে সাইট পরিবর্তন ও পুকুর ভরাট করে ভবন নির্মাণ এবং বর্তমান বাজারদরসহ নানাবিধ কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে এর বেশি তথ্য আমার জানা নেই।
Development by: webnewsdesign.com