চুনারুঘাট পৌর নির্বাচন, কমিশনার পদে প্রার্থী হলেন দিনমজুর কৃষক আবু!

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১১:১১ পূর্বাহ্ণ

চুনারুঘাট পৌর নির্বাচন, কমিশনার পদে প্রার্থী হলেন দিনমজুর কৃষক আবু!
apps

হবিগঞ্জের চুনারুঘাট পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ড আমকান্দিতে এক কমিশনার প্রার্থীকে নিয়ে চলছে আলোচনা৷

জানা যায়, এই প্রার্থী একজন দরিদ্র দিনমজুর কৃষক। বিভিন্ন এলাকায় দিনমজুর কৃষক হিসেবে কাজ করেন ৷ ধান রোপন থেকে শুরু করে ধান কাটা, মাড়াই সহ তিনি বিভিন্ন গৃহস্থলির কাজ করে থাকেন ৷ কমিশনার প্রার্থী আঃ হাশিম আবু (৪৬) চুনারুঘাট পৌর নির্বাচনের ৮নং ওয়ার্ডে সাহস করেই প্রার্থী হয়েছেন এবার ৷ জানা যায়, পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ফি তিনি ধারকর্জ করে দিয়েছেন। আব্দুল হাশিম আবু পাঞ্জাবি প্রতিক পেয়েছেন৷

জানতে চাইলে তিনি বলেন, মানুষ কয় খালি টাকা দিয়া ভোট দেয় ৷ আমি প্রমাণ করতাম টাকা ছাড়াও যে মানুষ ভোট পায় ৷ ফকির জুইত মত হইলে মানুষ যে ভিক্ষা দেয় এটা আমি নির্বাচনে প্রমাণ করতাম ৷

আব্দুল হাশিম আবু আরো বলেন, আমার কোন টাকা পয়সা নাই। আমি একজন শ্রমিক। আমি নির্বাচিত হলে ওয়ার্ডে আমি দেখাইয়া দিমু উন্নয়ন কারে কয়। আমি পাঞ্জাবি মার্কায় নির্বাচন করতাছি। সকলের কাছে আমি দোয়া চাই।

উল্লেখ্য, আগামী ১৪ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে চুনারুঘাট পৌর নির্বাচন। ৮নং ওয়ার্ডে আব্দুল হাশিম আবু সহ মোট প্রার্থী চারজন।

Development by: webnewsdesign.com