গতকাল ৬ জানুয়ারি সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চান্ডছড়া চা বাগান বাজারস্থ পাঁকা রাস্তার উপর থেকে ০৭ কেজি গাঁজা, ০১ টি মোবাইলসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ- ১। আপন বাউরী (১৮), পিতাঃ- সহদেব বাউরী, সাং- আমু চা বাগান, পোঃ- চানপুর, থানাঃ- চুনারুঘাট, জেলাঃ- হবিগঞ্জ, ২। সজল রাজগড় (২০), পিতাঃ- জুগু রাজগড়, সাং- আমু চা বাগান, থানাঃ- চুনারুঘাট, জেলাঃ- হবিগঞ্জ।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com