হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আতিকপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি রহমত আলীর সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এবং ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক ফারুক মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রানীগাও ইউনিয়ন পরিষদের সদস্য ৮নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব আইয়ুব আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মানবাধিকার সংস্থা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক উস্তার আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সানু মিয়া, নাছিমাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক নেতা ও বিশিষ্ট মুরব্বি প্রেম সিং, আতিকুরের আবু তাহির মিয়া, আতিকপুর যুব সমাজের সভাপতি সোহেল মিয়া, যুব সমাজ কমিটির সিরাজ, সিদ্দিক, হিরন, রুহেল, রাজিব, জাহাঙ্গীর, আলাউদ্দিন সজীব, রাজন, দুলাল, রাজিব, আলমগীর, নোমান, উজ্জল, দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
Development by: webnewsdesign.com