চীনের সঙ্গে কাতার এয়ারওয়েজের সকল ফ্লাইট বাতিল

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৩:৫১ অপরাহ্ণ

চীনের সঙ্গে কাতার এয়ারওয়েজের সকল ফ্লাইট বাতিল
apps

করোনাভাইরাসের কারণে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করল কাতার এয়ারওয়েজ। বিমান সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ওই বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু দেশে কড়া বিধিনিষেধের কারণে আমরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছি। সে কারণে চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চালু হবে না।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নিহতের সংখ্যা বেড়ে তিনশ চার জনে দাঁড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা আজ রবিবার জানিয়েছে, সে দেশে এখন পর্যন্ত ১৪ হাজার তিনশ ৮০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সে দেশে ৪৫ জন মারা গেছে এবং করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন অন্তত ২০ হাজার মানুষ।

 

 

 

 

 

তার মধ্যে দুই হাজার পাঁচশ ৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।চীনে বর্তমানে এক লাখ ৩৭ হাজার মানুষ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে তিনশ ২৮ জনকে সুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com