চিরনিদ্রায় শায়িত হলেন গোদাগাডী পৌরসভার দুই বারের সফল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষযক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাবু (৫৭)। শনিবার মহিশালবাড়ি গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা শেষে তাকে মহিশালবাড়ী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বুধবার (২১ এপ্রিল) ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো (৫৭) বছর। জানাগেছে, তিনি পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড মহিশালবাড়ীর মৃত আরশাদ আলীর বড় ছেলে।
পরিবার সুত্র জানায়, গত ২৭ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতে ব্যাঙ্গালুরুতে গিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল দীর্ঘ দশ দিন মৃত্যুর সাথে লডাই করে গত ২১শে এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার পরিবারে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে,মা, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষযক সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী সরকার, জেলা পরিষদের প্যানেল চেযারম্যান মোঃ রবিউল আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোঃ খাইরুজ্জামান লিটন, (রাজশাহী-১) গোদাগাডী-তানোরের এমপি ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার জানে আলম, কাঁকন হাট পৌর মেয়র একেএম আতাউর রহমান, মন্ডমালা পৌর মেয়র মোঃ সাইদুর রহমান, মন্ডমালা পৌরসভার সাবেক মেয়র ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ বদিউজ্জামান,দেওপাডা ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ বদিউজ্জামান রবু মিয়া, রাজশাহী জেলা আওয়ামী শিল্প ও বানিজ্য বিষযক সম্পাদক মাহবুবুল আলম মুক্তি, গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান পাটোযারী, গোদাগাডী প্রেসকাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, গোদাগাড়ী প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন কাজল সহ পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ শোক প্রকাশ জানিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Development by: webnewsdesign.com