চিকিৎসককে ছুরিকাঘাত, হামলাকারী আটক

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৭:০৪ অপরাহ্ণ

চিকিৎসককে ছুরিকাঘাত, হামলাকারী আটক
apps

খুলনায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম কুমার দেওয়ান (৪০) কে ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার সকালে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মহসিন গাজীকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, আটক মহাসিন গাজী পূর্ব শত্রুতার জের ধরে ডা. উত্তম কুমারের কক্ষে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে পুলিশে দেয়। আটক মহাসিন বর্তমানে নড়াইল জেলা সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

Development by: webnewsdesign.com