চালের বাজারে স্বস্তি ফেরার আভাস পাওয়া যাচ্ছে। সরকারের চাল আমদানির ঘোষণা এবং ধানের বাজার কম থাকায় এক সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে সকল চালের দাম।
দেশের বড় চালের বাজার কুষ্টিয়ার খাজানগরে চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে কমেছে। আর কেজিপ্রতি দাম কমেছে ৩-৪ টাকা পর্যন্ত।
চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কুষ্টিয়ার হাসকি ও পাইকারি চাল ব্যবসায়ীরা। সরকার কতৃক চাল আমদানির ঘোষণা ও বাজারে ধানের দাম কমে যাওয়ায় পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের অর্ডার কমিয়ে দিয়েছে। যার ফলে বাজারে চালের দাম কমে গেছে। তবে, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বাজার কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
চলমান চালের বাজার থেকে জানা যায়, মিনিকেট চাল ৫৮ টাকা থেকে কমে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বাসমতি ৬০ টাকা থেকে ৫৭ টাকা, ৪৯ ও স্বর্ণা ৪৬ টাকা থেকে কমে ৪৩ টাকা হয়েছে।
এদিকে, সরকার চাল আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্তকে চালের মূল্য হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেকছে পাইকারী ব্যবসায়ীরা । যার প্রভাব চাল বাজারে পড়েছে। এতে প্রতি মণে প্রায় ৩০০ টাকা করে ক্ষতি হচ্ছে বলে দাবি তার।
Development by: webnewsdesign.com