চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ালেন(ডিসি)

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৬:২৯ অপরাহ্ণ

চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ালেন(ডিসি)
apps

এবার দুর্গম চরাঞ্চলের শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে পদ্মা নদী পাড়ি দিয়ে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল নর্থচ্যানেল ইউনিয়নের প্রায় চার শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্ত শিশুর জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হন ডিসি।জেলা প্রশাসক অ’তুল সরকার চরাঞ্চলে শীতবস্ত্র নিয়ে পৌঁছানোর পর শিশুদের যার যার পছন্দের শীতবস্ত্রটি বেছে নিতে বলেন। এ সময় শিশুরা তাদের পছন্দের শীতবস্ত্র পেয়ে খুশি হয়।পরে ফরিদপুর সদর উপজে’লার নর্থচ্যানেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জে’লা প্রশাসক অ’তুল সরকার।জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বর্তমান সরকার চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। চরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি অনেকগুলো প্রকল্প গ্রহণ করছেন। কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। অন্যান্য প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু হবে। প্রকল্পগুলো সম্পন্ন হলে চরাঞ্চলের মানুষের আর দুর্ভোগ পোহাতে হবে না।তিনি আরও বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে চরাঞ্চলের মানুষের জন্য ফরিদপুর জেলা প্রশাসন ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। তাছাড়া সবসময় অবহেলিত মানুষের পাশে রয়েছে জেলা প্রশাসন।ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক, জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মুস্তাক ও নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন।এতে উপস্থিত ছিলেন অ’তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজীবসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ।এর আগে প্রচণ্ড শীত উপেক্ষা করে রাতে ফরিদপুর শহরের রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন বস্তি এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জে’লা প্রশাসক অ’তুল সরকার।

Development by: webnewsdesign.com