চারঘাটে পিস্তল অস্ত্র ব্যবসায়ী আটক

সোমবার, ২৭ মার্চ ২০২৩ | ১২:৪৫ অপরাহ্ণ

চারঘাটে পিস্তল অস্ত্র ব্যবসায়ী আটক
চারঘাটে পিস্তল অস্ত্র ব্যবসায়ী আটক
apps

রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও ব্যবসায়ীকে আটক করে র‌্যব।

আটক অস্ত্র ব্যবসায়ীর নাম জান মোহাম্মাদ (৫০)। তিনি চারঘাট চামটাগ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে চারঘাটে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল চারঘাট থানার মৌগাছী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে সন্দেহভাজন হিসাবে জান মোহাম্মাদকে আটক করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৫ রাউন্ডগুলি উদ্ধার হয়।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করেন সেখানে তিনি অস্ত্র বিক্রির জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলেও স্বীকার করেন। পরে তাকে চারঘাট মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলণা দেয়া হয়েছে।

Development by: webnewsdesign.com