চান্দিনা থানা পুলিশ কর্তৃক ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শনিবার, ০২ জুলাই ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ

চান্দিনা থানা পুলিশ কর্তৃক ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
apps

কুমিল্লার চান্দিনা থানার এসআই মো. লতিবুর রহমানসঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় দিবাকালীন মোবাইল-৪ ডিউটি করাকলে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানাধীন চান্দিনা পৌরসভাস্থ ০৬নং ওয়ার্ডের অন্তগত কাঠেরপুল স্হানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে ঢাকাগামী লেনের রারিরচর গ্রামের জনৈক অহিদ মাঝির টি ষ্টল এর সামনে পাকা রাস্তার উপর হ্ইতে ১। সাইফুর ইসলাম উজ্জল(৪৫)এর হেফাজত হইতে ০৫ কেজি গাজা,২।মোঃ সোহাগ(২৬) শারিরিক প্রতিবন্বী,এর নিকট ০৩ কেজি গাঁজা ০৩। আখি বেগমএর নিকট ০২ কেজি সর্বমোট ১০(দশ) কেজি গাজা ১২.৩০ ঘটিকা সময় উদ্ধার পূর্বক জব্দ করেন।আসামিদের বিরুদ্ধে এজাহারের প্রেক্ষিতে চান্দিনা থানার মামলা নং-০১.তারিখ- ০১/০৭/২০২২ইং, ধারা- ৩৬(১) এর ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ইং, রুজু হয়। চান্দিনা থানার মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

Development by: webnewsdesign.com