চান্দিনায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে অধ্যাপক আলী আশরাফ এমপি

সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | ২:০১ অপরাহ্ণ

চান্দিনায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে অধ্যাপক আলী আশরাফ এমপি
apps

কুমিল্লার চান্দিনায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি চান্দিনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ বছর উপজেলার ১৩ টি ইউনিয়নে ৬৯ টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়। এ উপজেলায় স্থানীয় সাংসদ নিজস্ব অর্থায়নে প্রতিটি মন্দিরে আর্থিক সহযোগিতা করেছেন। এ ছাড়া স্থানীয় সাংসদ মন্দিরে উপস্থিত হয়ে মন্দিরের ঢাকীদেরকেও পৃথক ভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন। অধ্যাপক মো. আলী আশরাফ এমপি পূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারীবৃন্দগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী সহ চান্দিনা উপজেলার সর্বস্তরের জনগণ ও সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতা কর্মীগণ।

সাংসদ আলী আশরাফ বলেন, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূর্জা অর্চনা পরিচালনার জন্য পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

Development by: webnewsdesign.com