চাকরি দেওয়ার কথা বলে যশোরে এনে স্বামী পরিত্যক্তাকে (২৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বাহাদুরপুর এলাকার একটি মেহেগনি বাগানে ঘটনাটি ঘটে। পথচারী এক নারী ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। ভুক্তভোগী নারী যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামের বাসিন্দা। তিনি ১ সন্তানের জননী বলে জানিয়েছেন।
ওই নারী জানান, খুলনার ফুলতলা থানার তত্তিপুর গ্রামের মানিক কুন্ডু আমার পূর্ব পরিচিত। গত ২ মাস ধরে তিনি আমাকে একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। শুক্রবার বিকেলে কোম্পানির বসের সাথে দেখা করলে চাকরি হবে এমনটা বলে আমাকে যশোরে আনেন মানিক কুন্ডু। আমি ও মানিক কুন্ডু খুলনা স্ট্যান্ডে (পুরাতন টার্মিনাল) বাস থেকে নেমে দেখতে পায় সেখানে অপেক্ষা করছেন খুলনার ফুলতলা থানার আলকা গ্রামের আনোয়ার ও রিয়াজুল নামে আরেকজন। তারা তিনজন মিলে আমাকে নিয়ে যায় বাহাদুরপুর এলাকার নতুন গ্যাস পাম্পের পাশের একটি মেহেগনি বাগানে। বস অপেক্ষা করছেন বলে সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়। মেহেগনি বাগানের নির্জন স্থানে নিয়ে হত্যার হুমকি দিয়ে ওই তিনজনই আমাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। আমার কাতরানো শুণে পথচারী এক নারী উদ্ধার করে আমাকে হাসপাতালে আনেন। হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ইশরাত জানান, ভিকটিমের রক্তক্ষরণ হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার পরীক্ষা নিরীক্ষা করার হবে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম জানান, চাকরি দেয়ার কথা বলে ডেকে এনে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে মহিলা পুলিশ কর্মকর্তা তার সাথে কথা বলেছেন। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালোনো হবে।
Development by: webnewsdesign.com