চাঁপাইনবাবগঞ্জ জেলার তেলকুপি সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে এক কৃষক গুরতর আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
হাবিলের চাচাতো ভাই কবির হোসেন জানান, শনিবার (২৫ জানুয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে তেলকুপি সীমান্তেগম খেতে পানি দিতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে। এতে তার পিঠের ডানপাশের কাধে গুলি লাগে। আমরা জানতে পেরে বিজিবির উপস্থিতিতে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের তার অবস্থা স্থিতিশীল আছে।
এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আজ সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল হতে রেফার্ডকৃত রোগী হাবিল এখানে আসে। তার বুকের ডানপাশের কাধে গুরুতর জখম রয়েছে। প্রাথমিক ভাবে মনে হয়েছে এটি গানশর্ট ইনজুরি। রোগীটির অবস্থা স্থিতিশীল রয়েছে। রোগীর দেহে গুলিটি এখনো রয়েছে তাই দ্রুত অস্ত্রপচার করা জরুরী। আমার প্রাথমিক ভাবে সার্জারি ২ নং ওয়ার্ডে ভর্তি করিয়েছি। তার অবস্থা গুরুতর কিনা তা বলা যাচ্ছে না। তার অস্ত্রপচার কারার পর পরবর্তি অবস্থা বোঝা যাবে বলে জানান।
Development by: webnewsdesign.com