চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং ৩ সদস্য আটক

রবিবার, ২৫ অক্টোবর ২০২০ | ২:১৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং ৩ সদস্য আটক
apps

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই করার সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালু বাগান মহল্লার শফিকুল ইসলাম বাবুর ছেলে মো. আবনে সাইফ কমল (১৭), একই মহল্লার মুকুলের ছেলে ইফাত (১৭) এবং রাজারামপুর মালোপাড়া মহল্লার সফিকুল ইসলামের ছেলে আহমেদ আলী নূর (১৭)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সুন্দরপুর-বাগডাঙ্গা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, পৌর এলাকায় ৮ কিশোর ৩টি মোটরসাইকেলে করে শনিবার রাত ১০ টার দিকে ধারালো অস্ত্র নিয়ে সুন্দরপুর-বাগডাঙ্গায় একটি চলন্ত অটোকে থামিয়ে চালককে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
এসময় ওই অটোচালকের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে এবং বাকি ৫ জন পালিয়ে যায়।

পরে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com