চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক ১

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৫:১৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক ১
apps

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে  ৯’শ ৩৫ পিস ইয়াবাসহ মোঃ  রফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

আটক রফিকুল ইসলাম হচ্ছে সদর উপজেলার শাহজাহানপুরহাকিমপুর গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব- ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে  সদর উপজেলা শাহজাহানপুর রাজাপাড়া গ্রামের জনৈক মোঃ আঃ কাউয়ুমের বাড়ীর সামনের কতিপয় ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাস তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com